বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ্যাটম,সম্পাদক আজাদ

বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ্যাটম,সম্পাদক আজাদ

বরগুনা জেলা আওয়ামী যুবলীগের ত্রি বার্ষিক কমিটি ঘোষনা করা হয়েছে। মো: রেজাউল করিম এ্যাটমকে সভাপতি ও মো: আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের মধ্যে ২৮ জনের নাম সোমবার ঘোষনা করে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মাসুদ। 

কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত ২৮ জনের কমিটির তালিকা বরগুনায় সোমবার বরগুনায় পৌছা মাত্র আনন্দে ভাসে নেতা কর্মিরা। চিঠিতে উল্লেখ করা হয়েছে আগামী ৩০ দিনের মধ্য শুন্যপদ পূরণ করে কেন্দ্রীয় কার্যালয় জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি ও সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর কবীর।

জানা যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৬ মার্চের সভার সিদ্ধান্ত মোতাবেক বরগুনা জেলা আওয়ামী যুবলীগের ১০১ সদস্যের মধ্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৮ জনের নাম ঘোষনা করা হয়। বাকি সদস্যেদের নাম পরে ঘোষনা করা হবে। যাদের নাম ঘোষনা করা হয়েছে তারা হল, সভাপতি মো: রেজাউল করিম এ্যাটম। প্রথম সহসভাপতি- সাহাব উদ্দিন সাবু, মো: হুমায়ূন কবির, আবু জাফর, মাসুদ আলম, এলমান উদ্দিন আহমেদ সুহাদ, তৌহিদ মোল্লা, জহিরুল ইসলাম লিটন, আরিফ হোসেন মোল্লা, জাহিদুল করিম বাবু। সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুনাইদ হোসেন জুয়েল, আলহাজ মাহমুদ আজাদ রিপন,  আক্তারুজ্জামান বাহাদুর, ইমরান হোসেন রাসেল ফরাজি, আব্দুর রহিম মোল্লা, আমিরুল ইসলাম মিলন, আখতারুজ্জামান রকিব, জুবায়ের আদনান অনিক। প্রচার সম্পাদক আনিসুজ্জামান তুহিন। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল বারী রনি। অর্থ সম্পাদক বায়েজিদ হাসান সোহান। শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মহসিন মিয়া। আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইমরান হোসেন। সমাজ কল্যাণ সম্পাদক ইলিয়াস আকন। বিজ্ঞান তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক- আবু হানিফ দোলন, জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক- তানভীর আহমেদ সিদ্দিকী ও ধর্ম বিষয়ক সম্পাদক ইমতিয়াজ ইমন নয়ন বেপারী। 

নতুন কমিটির সভাপতি মো: রেজাউল করিম এ্যাটম বলেন, আমি কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো: মঈনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি চির কৃতজ্ঞ। সাধারণ সম্পাদক মো: আবুল কালাম আজাদ বলেন, আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। বিরোধী দলে থাকা কালিন জেল জুলুম অত্যাচার সহ্য করে পরিচ্ছন্ন রাজনীতি করেছি। অন্যায়ের কাছে কোন দিন মাথা নত করিনি। আমি এবং সভাপতি মিলে মিশে বরগুনা জেলায় একটি শক্তিশালী আওয়ামী যুবলীগ গঠন করব। আমি কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতাদের নিকট কৃতজ্ঞ।