বরগুনায় দৃষ্টি প্রতিবন্ধী কন্যা শিশুকে নির্যাতনের অভিযোগ

বরগুনায় দৃষ্টি প্রতিবন্ধী কন্যা শিশুকে নির্যাতনের অভিযোগ

বরগুনায় ৮ বছরের দৃষ্টি প্রতিবন্ধী কন্যা শিশুকে (৬০) বছরের বৃদ্ধ কর্তৃক পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ০৩ নং ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার মৃতঃ তোমেজ দফাদারের ছেলে ইসমাইল দফাদার (৬০) কর্তৃক ৮ বছরের দৃষ্টি প্রতিবন্ধী কন্যাশিশুকে পাশবিক নির্যাতন করে বলে অভিযোগ করেন  কন্যাশিশুর নানা হেমায়েত দফাদার ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে দৃষ্টি প্রতিবন্ধী কন্যা শিশু (০৮) মুগ ডাল খেতে ঘাস তুলতে যায়।
কন্যা শিশু আসার সময় ইসমাইল দফাদার তাকে হাত ধরে মুগ ডাল খেতের মধ্যে টেনে নিয়ে পাশবিক নির্যাতন করে। শিশুটির চিৎকার করলে তাৎক্ষণিক ঘটোনাটি ওই এলাকায় জানাজানি হয়ে যাওয়ায় আজ শুক্রবার বিকালের দিকে সদর থানায় এসে মামলা করেন।

এ ঘটনায় নাম না প্রকাশ করা স্থানীয় এক সমাজসেবক জানান, ইসমাইল দফাদার এর আগেও এরকমের কর্মকান্ড করেন তার জন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানাও দিয়েছিলো এবং এলাকার স্থানীয়রা তাকে জুতা পিটা করেছিলা


দৃষ্টি প্রতিবন্ধী এই মেয়েটির সাথে এরকম একটি কাজ করায় আসলে সমাজের কাছে লজ্জাজনক। আমরা এই ঘটনার একটি সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (কে এম তারিকুল ইসলাম) জানান, আমি ঘটনাটি শুনেছি এবং শিশুটির পরিবার আমার কাছে এসেছে, আমি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেব যাতে পরিবারটি সঠিক বিচার পায়