বরগুনায় পৌর মার্কেটে ভয়াবহ আগুনে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি

বরগুনায় পৌর মার্কেটে ভয়াবহ আগুনে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি

বরগুনা পৌর মার্কেটের পিছনে নতুন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫-৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

মঙ্গলবার (১৭ মে) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে একটি জাল সুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন পৌর সুপার মার্কেটের সভাপতি জাকির হোসেন জানান। আগুনে প্রায় ২০০ টির মত ছোট বড় দোকান পুড়ে  ২০-৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট, উৎসর্গ, বিডি ক্লিন, বরগুনা জেলা পুলিশ, ডিবি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পৌর মার্কেট মালিক সমিতির সদস্য, এম্বুলেন্স সমিতির সদস্য, সামাজিক ও হাজার হাজার সাধারণ মানুষ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বরগুনা আমতলী বেতাগীর ৫ টি ফায়ারসার্ভিস গাড়ী দুই ঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিভাতে গিয়ে প্রায় পাঁচ জন গুরুতর আহত হয়ে বরগুনার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাইকারি কাপড় বিক্রেতা আব্দুল সালাম বলেন,  আমাদের প্রত্যেক দোকানে লক্ষ লক্ষ টাকার মূল্যের মালামাল ছিল। সব আগুনে পুড়ে আমাদের চোখের সামনে শেষ হয়ে গেছে। আমাদের এই ক্ষতি কাটিয়ে ওঠার মত না।
ফায়ার সার্ভিসের জাহাঙ্গীর আলম বলেন, কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও আমরা  জানতে পারিনি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

ফায়ার সার্ভিসের পটুয়াখালী ও বরগুনা জোনের‌ এডি জাকির হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে বরগুনা, বেতাগী ও পটুয়াখালীর মোট পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে । আগুনের সূত্রপাত জানতে আজ তদন্ত কমিটি করা হবে।  তদন্ত কমিটির মাধ্যমে ক্ষতির পরিমাণ ও  এর সূত্রপাত জানা যাবে। এই মুহূর্তে  কোন তথ্য দেয়া যাবে না। 

তাৎক্ষনিক ভাবে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু, জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক, পৌর মেয়র কামরুল আহসান মহারাজ রাত জেগে আগুন নেভাতে সহায়তা করেছেন। স্থানীয়দের ধারনা বরগুনায় এত বড় আগুনের দুর্ঘটনা আর ঘটেনি।