বরগুনার পাথরঘাটায় ৫শ পিস ইয়াবাসহ লিটন গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটায় ৫শ পিস ইয়াবাসহ লিটন গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটা থেকে ৫শ পিস ইয়াবাসহ লিটন নামের একজনকে গ্রেপ্তার করেছে বরগুনা ডিবি পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে এসআই সুশীলের সঙ্গীয় ফোর্স নিয়ে বরগুনা পুলিশ সুপারের নির্দেশনায় পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কিরণপুর গ্রামার নিজ বাড়ি থেকে হাতেনাতে তাকে আটক করা হয়। লিটন হেমায়েত উদ্দিনের ছেলে। 

বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবিদুর রহমান বলেন, লিটন দীর্ঘদিন যাবত মাদকের সাথে জড়িত তার নামে দুইটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ডিবির একটি টিম গিয়ে নিজ বাড়ি থেকে হাতেনাতে ৫শ পিস ইয়াবাসহ আটক করা হয়। লিটনের নামে মাদক মামলার প্রস্তুতি চলছে আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।