বরিশালে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরিশালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে ৭টি বিভাগে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৮জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন, জেলা কালচারাল কর্মকর্তা হাসানুর রশিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল, সৈয়দ দুলাল ও কাজল ঘোষ।
জেলা প্রশাসন সূত্র জানায়, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন অনলাইনে ৭ মার্চের ভাষণ, সঙ্গীত, আবৃত্তি বিভাগে ‘ক’ ও ‘খ’ গ্রুপে প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে ওই প্রতিযোগিতার ৬টি গ্রুপে বিজয়ী ৩ জন করে মোট ১৮জনকে পুরস্কার হিসেবে বই ও সনদ তুলে দেন জেলা প্রশাসক।