বরগুনার বিষখালী নদী থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্বার

বরগুনার বিষখালী নদী থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্বার


বরগুনার বামনা উপজেলার বিষখালী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের (৩৫) মৃতদেহ উদ্বার করেছে বামনা থানা পুলিশ।
 
স্থানীয়রা জানান,আজ দুপুরে রামনা ইউনিয়নের বিষখালী নদীর পাড়ে অবস্হিত ইটের ভাটা সংলগ্ন নদীর তীরে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়।

পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় গলিত অবস্থায় মৃতদেহটি উদ্বার করে। বিবস্ত্র গলিত মৃতদেহ স্থানীয়রা সনাক্ত করতে পারেনী।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,মৃত দেহটি ৫/৬ দিনের হওয়া গলে বিকৃত হয়ে গেছে। স্থানীয়রা সনাক্ত করতে না পারায় আমার মৃতদেহের ছবি দেশের সকল থানায় ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছি।

সুরাত শেষে লাশ ময়না তদন্তের জন্য বিকালে বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পুলিশ একটি সাধারন ডাইরী করেছে।