বরিশাল উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

ঈদ উৎসবে বরিশাল উদ্যোক্তা হাব ফাউন্ডেশন পরিবার ৭০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে আজ।
আজ ২০ জুলাই (মঙ্গলবার) বরিশাল সার্কিট হাউজে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন উদ্যোক্তা হাব ফাউন্ডেশন পরিবারের সদস্যরা।
ঈদের উপহার সামগ্রী হিসাবে প্রতি ব্যাগে ছিলো চিনি গুঁড়া চাল, পিয়াজ, আলু, সেমাই, দুধ, সাবান, তেল, মসলা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সকলের হাতে উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
তিনি বলেন, উদ্যোক্তাদের এই মহৎ উদ্যোগকে আমি সব সময় সাধুবাদ জানায়। আমি সব সময় আছি আপনাদের সাথে। তিনি আরও বলেন নিজেকে নিয়ে চিন্তা নয় সকলকে নিয়ে চিন্তা করতে হবে আমাদের। এই মহামারিতে উদ্যোক্তা হাব ফাউন্ডেশন যে এরকম একটি উদ্যোগ নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন এটা অনেক বড় একটি জিনিস।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে ছিলেন বরিশাল চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান, বিলকিস আহম্মেদ লিলি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আরও ছিলেন বরিশাল উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক, শাহেদ জামান ।
তিনি বলেন আমরা সব সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। গত ঈদেও আমরা ৬০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি এবার ৭০ পরিবারের মাঝে বিতরণ করছি। আমাদের আরও কার্যক্রম রয়েছে, আমরা আগামীকাল কুরবানির গোসত সংগ্রহ করে দরিদ্র ও অসহায় মানুষদের ঘরে পৌঁছে দেয়ার কার্যক্রম হাতে হয়েছি।
আমরা ও আমাদের পরিবারের সকলকে নিয়ে এমন কাজের ধারা আমরা সবসময় অব্যাহত রাখবো
এছাড়াও বরিশাল উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।