বরিশাল করোনা ওয়ার্ডে আরও ৭ জন রোগীর মৃত্যু

বরিশাল করোনা ওয়ার্ডে আরও ৭ জন রোগীর মৃত্যু


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৭ জন রোগীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে  শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর মধ্যে একজনের করোনা পজেটিভ এবং অপর ৬ জনের রিপোর্টের অক্ষোয় রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালে   শুক্রবার চিকিৎসাধীন রয়েছে রেকর্ড সংখ্যক ১৬৫জন রোগী। অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের সব শেষ রিপোর্টে করোনা শনাক্তের হার ৫৩ ভাগ অতিক্রম করেছে। 

হাসপাতালের করোনা তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৭জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের করোনা পজেটিভ। অপর ৬ জনের নমূনা পরীক্ষার রিপোর্ট এখনও হাতে পায়নি কর্তৃপক্ষ। 

বিগত ২৪ ঘন্টায় নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৪২ জন রোগী। চিকিৎসায় সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৮জন। গতকাল দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৬৫জন রোগী। গত বছর মার্চে মেডিকেলের করোনা ওয়ার্ড চালু করার পর প্রথমবারের মতো রোগী ভর্তি দেড়শ’ অতিক্রম করেছে। এর আগে গত বৃহস্পতিবার রোগী ভর্তি ছিলো ১৪৮জন। 

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের নমূনা পরীক্ষায় গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৯৩ জনের মধ্যে ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩ দশমিক ৩৬ ভাগ। এর আগের দিন (বুধবার রাতে) শনাক্তের হার ছিলো ৪১ দশমিক ৭৯ ভাগ। মঙ্গলবার শনাক্তের হার ছিলো শনাক্তের হার ৪৫ দশমিক ২৬ ভাগ।

করোনা ওয়ার্ডে এই মুহূর্তে শয্যা সংখ্যা রয়েছে ২০০টি। নতুন ১০টিসহ আইসিইউ বেড রয়েছে ২২টি। এর মধ্যে ১৩টি বেডে চিকিৎসাধীন রয়েছেন আশঙ্কাজনক রোগী। সেন্ট্রাল অক্সিজেন সিষ্টেম আছে ২০০টি বেডেই। হাইফ্লো ন্যাজাল ক্যানুলা চালু আছে ২২টি। আরও ২২টি ন্যাজাল ক্যানুলা সংযোজনের কাজ চলছে। হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন ধারণ ক্ষমতা ৪০ হাজার লিটার। হাসপাতালের পরিচালক কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্র এই নিশ্চিত করেছে।