বরিশাল জাতীয় পার্টির দুটি ওয়ার্ডে সম্মেলন
বরিশাল মহানগরীর ৪ ও ৬ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর আমানতগঞ্জ ভাটিখানা সড়কে জাতীয় পার্টির নেতা আবদুল মন্নান সিকদারের বাসভবন চত্ত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল।
সম্মেলন উদ্বোধন করেন জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর শাখার সদস্য সচিব প্রকেশলী ইকবাল হোসেন তাপস।
বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এম.এ জলিল, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রুস্তুম আলী খান, রফিকুল ইসলাম গফুর, আকতার রহমান সপ্রু, ফোরকান তালুকদার, কামরুজ্জামান চৌধুরী কামাল, মনজুরুল আলম খোকন, আবদুল আলিম মাষ্টার, বাবু ননী গোপাল, নজরুল ইসলাম ও নজরুল ইসলাম হেমায়েত।
সম্মেলনে রাহাত হোসেনকে সভাপতি ও মো. সেলিম সিকদারকে সাধারন সম্পাদক করে ৪ নম্বর ওয়ার্ডে ৩৫ সদস্যের কমিটি এবং ৬ নম্বর ওয়ার্ডে হারিছুর রহমান স্বপনকে সভাপতি ও মিঠু হাওলাদারকে সাধারন সম্পাদক করে ৩৫ সদস্যের কমিটি গঠন করা হয়।