বরিশাল জেলা প্রশাসকের সঙ্গে গৌরনদী উপজেলা প্রশাসনের মতবিনিময়

বরিশাল জেলা প্রশাসকের সঙ্গে গৌরনদী উপজেলা প্রশাসনের মতবিনিময়

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সঙ্গে গৌরনদী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলায় শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট জসিম উদ্দিন হায়দার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা এম.এ হক, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধাসহ অন্যান্যরা। সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। মতবিনিময় শেষে উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।