বরিশাল-ঢাকা মহাসড়কে পিকাপ চাপা পড়ে নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের জয়শ্রী এলাকায় পিকাপের ধাক্কায় নিহত হন ফারুক মিস্ত্রী (৬৫)। মঙ্গলবার দুপুর পৌঁনে ১টায় ওই এলাকার সাজু ফিলিং স্টেশনের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ভোলার দৌলতখানের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশাল একজন মাছের বেপারী ছিলেন। রাজবাড়িতে জামাতার বাড়ি বেড়ানো শেষে তিনি ভোলায় ফিরছিলেন।
দুর্ঘটনার পরপরই হাইওয়ে থানা পুলিশ ঘাতক পিকাপ এবং অভিযুক্ত চালক মিন্টু মোল্লাকে গ্রেপ্তার করেছে।
সংশ্লিষ্টরা জানান, রাজবাড়িতে জামাতার বাড়ি বেড়ানো শেষে ফারুক মিস্ত্রী তার স্ত্রী হনুফা বেগমকে নিয়ে গতকাল বাসযোগে বরিশালে ফিরছিলেন। তাদের বহনকারী সপ্তবর্ণা নামে বাসটি জয়শ্রী সাজু ফিলিং স্টেশন এলাকা অতিক্রমকালে ফারুক মিস্ত্রির প্রকৃতির ডাকে (প্র¯্রাবের) চাপ দেয়। তার অনুরোধে বাসটি ওই ফিলিং স্টেশনের সামনে থামে। ফারুক বাস থেকে নেমে মহাসড়ক পাড় হয়ে অপরপাশে ফিলিং স্টেশনের টয়লেটের দিকে যাচ্ছিলো। এ সময় একটি পিকাপ ফারুককে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে।
ঘটনাস্থল পরিদর্শনকারী হাইওয়ে থানার এসআই নিত্যরঞ্জন জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক পিকাপটি চালক সহ আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।