বরিশাল নগরীতে বাইপাস হয়ে ফোরলেন নির্মানের দাবীতে মানববন্ধন

ভাঙ্গা-কুয়াকাটা ফোরলেন মহাসড়ক বরিশাল নগরীর মধ্য থেকে নির্মান না করে বাইপাস মহাসড়ক নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর নথুল্লাবাদ এলাকায় বরিশাল বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. মুকিবুর রহমান, মো. দেলোয়ার হোসেন মনু, সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আলতাফ হোসেন ও মজিবর রহমান সহ অন্যান্যরা।
মানববন্ধনে অংশগ্রহনকারী স্থানীয় বাসিন্দা মীর্জা গোলাম রাব্বানী লাবু বলেন, নগরীর মধ্যভাগ দিয়ে বর্তমান মহাসড়কটি ১২০ ফুট প্রশস্ত। দক্ষিণের ৫ জেলার যাত্রী ও পণ্যবাহি গাড়ি এখান দিয়ে চলায় এটি অত্যন্ত ঝূঁকিপূর্ন। এটি চারলেনে উন্নীত করা হলে পুরো নগরীরটাই ঝূঁকিপূর্ন হবে।
বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মুকিবুর রহমান মুকিব বলেন, ১৯৯৮ সালে গড়িয়ারপাড় থেকে চহঠা-বারুজ্জারহাট-রুইয়ার পুল-টিয়াখালী-দপদপিয়া এলাকা দিয়ে বিকল্প চারলেন বাইপাস মহাসড়ক নির্মানের প্রকল্প গ্রহন করেছিল সওজ। এ বাইপাস সড়কটি বরিশাল-ঢাকা এবং বরিশাল-কুয়াকাটা সড়কের সংযোগ করবে। সেটি বাস্তবায়ন হলে ধ্বংসযজ্ঞ এড়ানো যাবে এবং নগরীর মধ্যভাগও নিরাপদ হবে।
নগর উন্নয়ন অধিদপ্তর বরিশালের পরিকল্পনাবিদ মো. আসাদুজ্জামান বলেন, তাদের প্রনীত নগর উন্নয়ন মহাপরিকল্পনায় গড়িয়ারপাড়-বারুজ্জারহাট-রুইয়ারপুল-টিয়াখালী-দপদপিয়া বাইপাস সড়ক নির্মান সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। মহপরিকল্পনা পাশ কাটিয়ে প্রকৃত নগর উন্নয়ন হয় না। এতে যেমন অর্থগচ্ছা যায়, জনগণকেও খেসরাত দিতে হয়। পরিকল্পনাবিদ আসাদ আরো বলেন, সওজ নগরীর মধ্যে জমি অধিগ্রহনের আগে তার প্রতিষ্ঠানের মতামত চাইবে। তখন তিনি এর সুদুর প্রসারী ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করবেন বলে জানান।
ফোরলেনের জমি অধিগ্রহন প্রকল্পের পরিচালক এবং সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশীল কুমার সাহা বলেন, ফোরলেনে নগরীর মধ্যের সম্ভাব্য ক্ষতিগ্রস্থরা বাইপাস চারলেন সড়ক করার দাবীতে তার কাছে একটি স্মারকলিপি দিয়েছে। তিনি বিষয়টি সওজের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
‘ভাঙ্গা-বরিশাল-পটুয়খালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চারলেনে উন্নীতকরন’ প্রকল্পের আওতায় ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত বর্তমান মহাসড়কটি চারলেনে উন্নীত করার প্রক্রিয়া চরছে। এই মহাসড়কের ১১ কিলোমিটার পড়েছে বরিশাল সিটি করপোরেশন এলাকার মধ্যে। সেটিও চারলেন হবে। পুরো প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে জমি অধিগ্রহনের প্রক্রিয়া চলছে।