বরিশাল নগরীতে বেপরোয়া ট্রাকের কাণ্ড

বরিশাল নগরীতে বেপরোয়া হয়ে উঠেছে দিন ও রাতের কাভার্ড ভ্যান এবং ট্রাক। মহানগরে চলাচলের নিয়ম শৃঙ্খলা থাকলেও মানছেনা কেউ। এদের নিয়ন্ত্রণ করার কোন কার্যক্রম দেখা যায় না।
গত শুক্রবার (৩ ডিসেম্বর) ভোররাতে বরিশাল নগরীর অমৃত লাল দে সড়ক জেলে বাড়ির মোড়ে ডিভাইডারের ওপর কাভার্ড ভ্যান উঠে গিয়ে ল্যাম্পপোস্ট ফেলে দেয়। কোন পথচারী না থাকায় বড় ধরনের কোন দুর্ঘটনা হয়নি।ঘটনা স্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখা যায় রাতে পুলিশ থাকা স্বতেও কাভার্ড ভ্যান আটক করা হয়নি। ঘটনা স্থান সংলগ্ন বগুরা পুলিশ ফাড়ি (নতুন বাজার) তাদেরও উদ্ধার তৎপরতা ছিলো না।
ওই ল্যাম্পপোস্ট শুক্রবার বেলা ১২টা পর্যন্ত তারসহ ঝুঁকি পূর্ণ অবস্থায় পরে থাকতে দেখা যায়। ভোরের আলোর ফটো সাংবাদিক এন আমিন রাসেল ঘটনা স্থানের ছবি তুলতে গেলে মূহুর্তের মধ্যে ওই ল্যাম্পপোস্ট সরিয়ে নিতে দেখা যায়।
স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম ভোরের আলোকে জানান, ভোর থেকেই ল্যম্পপোস্ট পরে থাকতে দেখি। সারা দিন পার হয়ে গেছে কোন কতৃপক্ষ এটা সরানোর ব্যবস্থা করেনি। এর পাস দিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করেছে।
উল্লেখ, গত মঙ্গলবার (১ ডিসেম্বর) কাউনিয়ায় বেপরোয়ায় মোড় ঘুরায় রিকশা থাকা যাত্রীদের ফেলে দূর্ঘটনার স্বীকার হয় দ্রূত ট্রাক সটকে যায় আর যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও শুধু রাত নয় দিন থেকেই দ্রুত বেপরোয়া হয়ে ওঠে ট্রাকগুলি। নগরের বালু বাহি ট্রাকসহ বিভিন্ন ট্রাকের পথ কাপানো শুরু হয় দিন রাত্রি ধরে। বিভিন্ন সময়ে রাতে দুর্ঘটনার স্বীকার হয় সাধারণ জনগন ও ছোটজান গুলো। রাতে দূর্ঘটনার স্বীকার হওয়া ব্যক্তির অভিযোগ অঘটন ঘটানের পর দ্রুত পালিয়ে যায় ট্রাকগুো। বেশির ভাগ ছোট যান ও রিকশা ক্ষতি হয়।