বরিশাল নগরীতে মাস্ক ব্যবহার না করায় ২৫ ব্যক্তির জরিমানা

বরিশাল নগরীতে মাস্ক ব্যবহার না করায় ২৫ ব্যক্তির জরিমানা

নো-মাস্ক, নো-সার্ভিস’ নীতি বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে বরিশাল নগরীতে রাতে ও দিনে দুই দফা অভিযান চালিয়ে ২৫ ব্যক্তিকে ৭ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর সকালে এবং সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন। 

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বাংলাবাজার, জিয়া সড়ক, চৌমাথা, বটতলা এলাকায় অভিযান পরিচালনাকালে ৪ ব্যক্তির কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একটি মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।