বরিশালে মায়ের পূজা

বরিশালে মায়ের পূজা


বরিশালে ষষ্ঠবারের মত শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে মাতৃবন্দনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কাউনিয়ার মনোরমা বসু মাসিমা সড়কের সোমবাড়ি শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মাতৃবন্দনা অনুষ্ঠানে এবার ১৫ জন মা’কে তাদের সন্তানরা পা ধুয়ে দিয়ে পূজা অর্চনা করেন। 

অনুষ্ঠানে অংশ নেয়া গোবিন্দ সাহা জানান, নিজের মা’কে পূজা করার সুযোগ হাত ছাড়া করেননি তিনি। প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে মায়ের চরন ধুয়ে পূজা করেন তিনিসহ অন্যান্যরা। 
অনুষ্ঠানের আয়োজক লিংকন দত্ত জানান, ষষ্ঠবারের মত এবারও শ্যামা পূজা উপলক্ষে মাতৃবন্দনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিজের মা’কে পূঁজা করার একটি অনুষ্ঠানকেই মাতৃবন্দনা হিসেবে অভিহিত করা হয়েছে। এবার ১৫ জন মা’কে পূজা করেছেন তাদের সন্তানরা।