বরিশাল নগরীর তিন সার্জেন্ট ও ববি অধ্যাপকের বাসায় চুরি

বরিশাল নগরীর তিন সার্জেন্ট ও ববি অধ্যাপকের বাসায় চুরি

বরিশাল নগরীতে তিনজন সার্জেন্টসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দুইজন সহকারীর অধ্যাপকের বাসায় দিনের বেলায় দুধর্ষ চুরির ঘটনা ঘটে। 

আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে বরিশাল নগরীর  বাংলা বাজার সংলগ্ন পপুলার ডায়াগনস্টিক এর পাশের গলিতে সারা মহল ভবনে ওই চুরির ঘটনা ঘটে। 

সারা মহল ভবনের চার তলায় বরিশাল মেট্রোপলিটনের সার্জেন্ট সাদ্দাম  হোসেন, সার্জেন্ট ইমন মৃধা ও সার্জেন্ট ইমরান হোসেনের ফ্ল্যাটের দরজা  ভেঙে নগদটাকাসহ মুঠোফোন চুরি করে।

একইসময়ে অন্য ফ্লোরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাছনুবা হাবিব জিসানের ও অধ্যাপক রিফাত মাহমুদের বাসায় চুরি হয় তবে তারা করোনা ভাইরাসের প্রভাবে গ্রামের বাড়ি থাকায় কি পরিমাণ ক্ষতি হয় তা এখনো জানা জায়নি।
 
সার্জেন্ট সাদ্দাম হোসেন জানায়, ডিউটিতে থাকার কারনে বাসা একদম খালি ছিলো।পাশের ফ্লোরের আমার সহকর্মী সেও ডিউটিতে ছিলো এবং অন্য ফ্ল্যাটের সবাই করোনার প্রভাবে গ্রামের বাড়িতে যাওয়ায় ভবন একদম খালী। হয়ত এমন সুযোগে চুরি হয়। তবে এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে।