বরিশাল নাটক এর ৩২তম সম্মেলন

অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনা লালিত, বাঙালি সংস্কৃতি বিস্তৃত সমাজ গঠনের ঘোষণা নিয়ে বরিশালের অন্যতম নাট্য সংগঠন বরিশাল নাটক এর ৩২তম সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভার শেষপর্বে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২১-২২ সালের জন্য কাজল ঘোষকে সভাপতি এবং পার্থ সারথিকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
শুক্রবার বেলা ১১টায় নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল নাটকের অভিভাবক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল।
পরে বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে সাধারণ সভার কার্যক্রম শুরু হয় শোক প্রস্তাবের মাধ্যমে। কার্যকরি সংসদের পক্ষে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন বরিশাল নাটকের সাধারণ সম্পাদক পার্থ সারথি। প্রতিবেদনের উপর এবং সাংগঠনিক আলোচনায় সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সাধারণ সম্পাদকের প্রতিবেদনের ওপর আলোচনা শেষে তা অনুমোদন করে নেওয়া হয়। এর আগে শোকপ্রস্তাব উত্থাপন করেন শামসুন্নাহার নীপা।
পরে সাধারণ ও সাংগঠনিক আলোচনায় সংগঠনের সামনে চলার পথ নির্দেশনা দেন বক্তারা। বাঙালি সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনায় সংগঠনকে গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংগঠনের অভ্যন্তরীণ ভীত মজবুত করতে উদ্যোগী ভূমিকা নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
সাংগঠনিক ও সাধারণ আলোচনায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, অধ্যাপক দীপংকর চক্রবর্তী, মুকুল দাল, দীলিপ রায়, অ্যাডভোকেট বিশ^নাথ দাস মুনশী, পুষ্প চক্রবর্তী, নজমুল হোসেন আকাশ, কমল মিত্র, আজমল হোসেন লাবু, মুরাদ আহম্মেদ, সাইফুর রহমান মিরণ, আবুল খায়ের সবুজ, পাপিয়া জেসমিন, সোনিয়া আল আকসা, সঞ্জয় সাহা, ¯েœহাংশু বিশ^াস, সুখেন্দু শেখর সরখেল, সুজয় সেনগুপ্ত, মিঠুন রায়, আরিফ হোসেন।
পরে কাজল ঘোষকে সভাপতি এবং পার্থ সারথিকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যর কার্যকরী পরিষদ গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ সভাপতি সাইফুর রহমান মিরণ, কাজী সেলিনা, সঞ্জয় সাহা, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, অর্থ সম্পাক জুবায়ের হোসেন সাহেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান সাগর, আবৃত্তি বিষয়ক সম্পাদক সুজয় সেনগুপ্ত, সহ আবৃত্তি বিষয়ক সম্পাদক সামসুন নাহার নিপা, প্রচার সম্পাদক কমল ঘোষ, দপ্তর সম্পাদক মিরাজুর রহমান, সদস্য মানবেন্দ্র বটব্যাল, বিশ্বনাথ দাসমুন্সী, শামসুদ্দিন কামাল, আজমল হোসেন লাবু, মুরাদ আহমেদ, আবুল খায়ের সবুজ, সোনিয়া আল আকসা, স্নেহাংশু কুমার বিশ্বাস, অভিষেক রবিন, মিঠুন রায়, তাহমিনা দুলারী, তানজির হাসান মাসুম, সোয়েবুর রহমান, সাগর দাসমুন্সী মোর্শেদা জাহান এশা এবং সুকান্ত চন্দ্র হাওলাদার (অপি)।
সম্মেলন শেষে সম্মেলনের ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, বরিশাল নাটকের এই সম্মেলন মনে করছে, মহামারী কভিড-১৯ এর কারণে থেমে যাওয়া জনজীবন, বিশেষ করে আবারো সক্রিয় করে দেশে মাথাচারা দিয়ে ওঠা ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দরকার। অন্যদিকে নারীর প্রতি যে সহিংসত বেড়ে গেছ তাতে উদ্বেগ প্রকাশ করে আজকের সম্মেলন মনে করে এসব অপশক্তিকে প্রতিরোধ করার জন্য প্রয়োজন সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগী কার্যক্রম। দেশের যুবসমাজকে ধ্বংসকারী সর্বনাশী মাদকের ব্যবহার যেভাবে বেড়ে গেছে, তাতে উদ্বেগ প্রকাশ করে আজকের সম্মেলন মনে করে শিক্ষার সঙ্গে সহশিক্ষা কার্যক্রমের বিভিন্ন ধারা এবং খেলাধূলাকে প্রধান্য দেওয়া প্রয়োজন। এব্যাপারে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা পালন করার প্রয়োজন।
বরিশাল নাটকের আজকে সম্মেলন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করা মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ করে আগামী দিনের কার্যক্রম পরিচালনার দৃপ্ত ঘোষণা করেেছ। আসুন আমার সম্মিলিতভাবে মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীকে উজ্জীবীত করার জন্য সকল কর্মী সংগঠকবৃন্দদের সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছে।