উন্নয়ন কাজের টাকা মেরে খাওয়া বাদ দিন

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, উন্নয়ন কাজ থেকে টাকা মেরে খাওয়ার ধান্ধা বাদ দিতে হবে। এটা করলে কেউ ছাড় পাবে না।
শুক্রবার বিকালে সিলেটের উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই অগ্রযাত্রাকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। উন্নয়ন কাজ থেকে টাকা মেরে খাওয়ার ধান্ধা বাদ দিতে হবে। এটা করলে কেউ ছাড় পাবে না।
‘সরকারি অর্থের যথাযথ ব্যবহার করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। সেটা করলে আমরা দ্রুতই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারব।’
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দীন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান প্রমুখ।