বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীর উপর হামলার বিচার দাবিতে বিক্ষোভ

সেশন চার্জসহ অন্যান্য ফি মওকুফের দাবিতে বরিশাল বিএম কলেজে আন্দোলনরত ২ শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বের গ্রেফতারের দাবিতে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এবং একই সময়ে বিএম কলেজের শহীদ মিনার গেট চত্বরে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে এই পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রফ্রন্টের আহবায়ক সাগর দাসের সভাপতিত্বে সদর রোডের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, মহানগর ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদার, সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রফ্রন্ট সংগঠক অদিতি ইসলাম এবং ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রফ্রন্ট সভাপতি লামিয়া সাইমন সহ অন্যান্যরা।
একই সময়ে একই দাবিতে বিএম কলেজের শহীদ মিনার গেট চত্বরে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন তরিকুল ইসলাম শোভন, সাদমান আহমেদ, আল নাহিয়ান হৃদয় এবং সুমাইয়া ইসলাম সহ অন্যান্যরা।
পৃথক সমাবেশে বুধবার বিএম কলেজের শিক্ষার্থী আন্দোলনে নেতৃত্বদানকারী বিজন সিকদার ও আসাদুজ্জামানের উপর হামলাকারীদের কঠোর বিচার দাবি করা হয়।
বিএম কলেজের বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে অধ্যক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দেয়া হয়। আগামী ৩ দিনের মধ্যে হামলাকারীদের বিচার না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেয়া হয় অভিযোগপত্রে।
অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরনে সেশন ফিসহ অন্যান্য ফি কমানোর দাবিতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কর্মসূচীর শেষ পর্যায়ে ওই আন্দোলনে নেতৃত্বদানকারী বিজন সিকদার ও আসাদুজ্জামানের উপর ছাত্রলীগ নামধারীরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।