বরিশাল বিশ্বিবিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

বরিশাল বিশ্বিবিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

বরিশাল বিশ্বিবিদ্যালয়ে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বরিশাল বিশ^বিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

গতকাল রোববার প্রত্যুষে পবিত্র কুরআন শরীফ খতমের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। সকাল ১০টায় বিশ^বিদ্যালয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর নেতৃত্বে বিশ^বিদ্যালয় প্রশাসন।

এসময় বরিশাল বিশ্বিবিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, দপ্তর প্রধান, অফিসার্স এসোসিয়েশনসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের পুষ্পস্তবক অর্পণের পরপরই বরিশাল বিশ্বিবিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদ, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, শেরে বাংলা হল, ববিতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তরাধিকার এবং বিশ^বিদ্যালয় ছাত্রলীগ পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল সাড়ে ১০টায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন উপাচার্য মহোদয়সহ অন্যান্যরা। এরপর বাঁধন বরিশাল বিশ্বিবিদ্যালয় ইউনিটের উদ্যোগে কোভিড-১৯ আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য।
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনা সভাও অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে এক ওয়েবিনারের আয়োজন করা হয়। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। জুম প্লাটফর্মে অনুষ্ঠিতব্য ওয়েবিনারটি বিশ্বিবিদ্যালয়ের ফেসবুক পেজ (https://www.facebook.com/buniv) থেকে সরাসরি সম্প্রচারিত হয়।