বরিশালে অবৈধভাবে জমি দখল করতে না পেরে জীবন নাশের হুমকি

বরিশালে বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কোষাবড় গ্রামে এক অসহায় ব্যক্তির জমি অবৈধভাবে দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। অবৈধভাবে জমি দখলে ব্যর্থ হয়ে জমির মালিককে জীবননাশের হুমকী দিয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মো. শাহ আল হাওলাদার নামে এক ব্যক্তি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ আলম হাওলাদার বলেন, ২০০৪ সালে সাব কবলা দলিল মূলে সাত শতাংশ জমি ক্রয় করেন তিনি। ক্রয়কৃত জমিতে ঘর উত্তোলন করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু একই এলাকার মৃত. জোনাব আলী হাওলাদারের ছেলে আ. রাজ্জাক, মৃত. মানিক হাওলাদারের ছেলে মো. অরুন, মৃত. আক্কেল আলী কাজীর ছেলে মোস্তাক ভূয়া ডিক্রী ও জালিয়াতী কাগজের মাধ্যমে ওই জমি দখলের চেষ্টা করে আসছে।
জমি দখলের জন্য বিভিন্ন ভাবে হুমকী প্রদান করে আসছে। এমনকি তারা তাকে প্রাণে মারারও হুমকী প্রদান করছেন। রাজ্জাক গংরা শাহ আলমের ছেলে আফজাল উদ্দিন রুমিকে মারধর করে। যার প্রেক্ষিতে গত ১০ ডিসেম্বর বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন শাহ আলম। যার সাধারন ডায়রী নং ৫৩৬।
অভিযুক্ত রাজ্জাক গংদের বিরুদ্ধে স্থানীয়ভাবে জমি দখল, মাদক সেবন ও মাকদ ব্যবসায়ার সঙ্গে জড়িত থাকারও অভিযোগও করেন সংবাদ সম্মেলনে। তিনি এব্যপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।