বরিশাল মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রে তলব

বরিশাল মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রে তলব

বরিশাল মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনির বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকা-ে যুক্ত থাকার অভিযোগে কৈফিয়ত তলব করেছে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। রনিকে স্বশরীরে উপস্থিত হয়ে কেন্দ্রীয় কমিটির কাছে ব্যাখা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ওই কৈফিয়াত তলব করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবদী ছাত্রদলের গঠনতন্ত্র মোতাবেক সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকা-ে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল মহানগর ছাত্র দলের সভাপতি রেজাউল করিম রানার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখি জবাব প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়।

ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ওই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তবে চিঠিতে রেজাউল করিম রানার বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী অভিযোগ সম্পর্কে বিস্তারিত বলা হয়নি।