বরিশাল মহানগরে ১২০০কৃষক পেল প্রণোদনা

বরিশাল মহানগরে ১২০০কৃষক পেল প্রণোদনা

বরিশাল মহানগর এলাকায় ১ হাজার ২০০ কৃষকের মাঝে রবি ফসলের প্রণোদনা বিতরণ করা হয়েছে। সোমবার নগরীর বগুড়া রোডের খামার বাড়ি চত্ত্বরে মেট্টোপলিটন কৃষি অফিসের উদ্যোগে প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম। 

অনুষ্ঠানে ডিএই’র উপ-পরিচালক হারুন-অর-রশিদ, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ^াস, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মো. তাজুল ইসলাম, ডিএই’র অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সাবিনা ইয়াসমিন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, মেট্টোপলিটন কৃষি অফিসার সোমা রানী দাস, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা এস. এম. নাহিদ বিন রফিক উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জানানো হয়, এই মৌসুমে মেট্রোপলিটন এলাকায় ১ হাজার ২০০ জন চাষীকে বিভিন্ন ফসলের প্রণোদনা দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে  ৪০০ জনের মধ্যে ২ কেজি হারে হাইব্রিড ধানের বীজ, ১০০ জনের প্রত্যেককে ৫ কেজি উফশী ধানের বীজ এবং ডিএপি ও এমওপি ১০ কেজি করে, ৭০০ কৃষকের মাঝে ২০ কেজি গম, ২ কেজি ভূট্টা, ১ কেজি সরিষা, ১ কেজি সূর্যমুখী, ৫ কেজি মুগ, ৫ কেজি মুসুর এবং ৮ কেজি খেসারি মধ্যে যেকোনো একটি ফসলের বীজ এবং ডিএপি সার ১০ কেজি করে দেয়া হয়। ১০ কেজি করে এমওপি সার দেয়া হয় গম, ভুট্টা, সরিষা ও সূর্যমুখী চাষীরকে। এসব প্রণোদনা প্রতি কৃষকের ১ বিঘা জমিতে ব্যবহার হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।