বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নতুন কমিটি

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নতুন কমিটি

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৩৭ তম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নজমুর হোসেন আকাশকে সভাপতি এবং দেবাশীষ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি গঠন করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় নগরীর খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন থেকে এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

সাধারণ সভায় বর্ষিক প্রওতিবেদন উপস্থাপন, সাধারণ ও সাংগঠনিক আলোচার পর নতুন কমিটি গঠন করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে খেলাঘর প্রতিনিধি এবং উদীচী বরিশাল নাটকের সদস্য নজমুল হোসেন আকাশকে সভাপতি এবং খেয়ালী গ্রুপ থিয়েটার প্রতিনিধি ও অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হচ্ছেন, প্রান্তিক প্রতিনিধি ললিত দাস ও নাট্যম প্রতিনিধি বাসুদেব ঘোষকে সহসভাপতি, তানসেন সঙ্গীত বিদ্যালয়ের প্রতিনিধি বিনয় ভূষন মন্ডলকে সহসাধারণ সম্পাদক, ব্রজমোহন থিয়েটারের প্রতিনিধি প্রদীপ হালদারকে সাংগঠনিক সম্পাদক, কীর্তনখোলা থিয়েটার প্রতিনিধি সুদর্শণ বিশ^াস টুটুলকে কোষাধ্যক্ষ, কবিতা পরিষদের প্রতিনিধি অপূর্ব গৌতমকে সাহিত্য সম্পাদক, সুরলহরী সংগীত বিদ্যালয়ের চন্দন দাসকে দপ্তর সম্পাদক, গণশিল্পী সংস্থার সাইদুর রহমান পান্থকে প্রচার সম্পাদক, উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের মো. সাহেদকে অনুষ্ঠান বিষয়ক সম্পাদক ও রূপালী ব্যাংক ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদের মোরসেদ হায়দার আনসারীকে গবেষণা ও পাঠাগার সম্পাদক করা হয়েছে। 

সদস্য নির্বাচিত হয়েছেন শব্দাবলী গ্রুপ থিয়েটার প্রতিনিধি সৈয়দ দুলাল, শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়ের অ্যাডভোকেট এসএম ইকবাল, চাঁদের হাটের অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, বরিশাল থিয়েটারের শুভংকর চক্রবর্তী, অণির্বান সংগীত বিদ্যালয়ের মিজানুর রহমান, স্বর্ণালী শিল্পীসংস্থার মিন্টু কর, চারুকলার সুশান্ত ঘোষ, প্রজন্ম নাট্যকেন্দ্রের অসিত দাস, বরিশাল শিল্পমঞ্চ মোস্তাফিজুর রহমান শাহীন, পঞ্চসিঁড়ির হাসান মাহামুদ বাবু ও অক্ষ্যর সাহিত্যের অপূর্ব অপু।