বরিশাল সিটি করপোরেশনের ইফতার মাহফিল

বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ইফতার করেছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বৃহস্পতিবার ২৮ এপ্রিল নগরীর বরিশাল ক্লাব চত্ত্বরে সিটি করপোরেশনের উদ্যোগে এই ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মেয়র সাদিক আবদুল্লাহ ছাড়াও প্যানেল মেয়র-১ গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র-২ রফিকুল ইসলাম খোকন, কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাতে দেশ ও জাতীর মঙ্গল কামনা করা হয়। সাদিক আবদুল্লাহ মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রতি বছর এই ইফতারীর আয়োজন করা হচ্ছে।