বরিশাল ২৪ ঘন্টায় করোনা ওয়াের্ড ৫জনের মৃত্যু

বরিশাল ২৪ ঘন্টায় করোনা ওয়াের্ড ৫জনের মৃত্যু

বরিশালে গত ২৪ ঘন্টায় করোন উপসর্গ নিয়ে ৫ রোগী মারা গেছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মারা যাওয়া চার জনের মধ্যে একজনের করোনা পজেটিভ এবং অপর ৪ জনের নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রোববার দুপুর একটা ৪০ মিনিটের সময় সিদ্দিকুর রহমান (৬৫) নামের বরিশাল সদর উপজেলার একজন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বৃহষ্পতিবার তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। পরে তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে গত শনিবার রাত ১০টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী সদরের চাঙ্গাখালীর এক ব্যক্তির (৫৮) মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় ওই ব্যক্তিকে (বজলুর রহমান) হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করেন তার স্বজনরা। পরে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ হয়। শনিবার বিকেল সাড়ে ৫টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল সদর উপজেলার মুশুরিয়া গ্রামের এক বৃদ্ধের (৭৫) মৃত্যু হয়। করোনা উপসর্গ নিয়ে একই দিন বিকেল সোয়া ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। তার নমুনা পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর লাবে পাঠানো হয়েছে।

এছাড়া শনিবার বিকেল ৪টা ২৮ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলার বড়ইকান্দি এলাকার আরেক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়। ওইদিন দুপুর দেড়টায় তাকে (হাবিবুর রহমান) হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। একই দিন সকাল ৮টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালীর এক বৃদ্ধার (৬৫) মৃত্যু হয়। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় তাকে (আমেনা খানম) বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ভর্তি করেন তার স্বজনরা। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

 বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনা পজেটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেলেন। বাকি চারজনের নমুনা পরীক্ষার জন্য কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, গতকাল রোববার পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮জনের করোনা পজেটিভ এবং ৩৫ জনের করোন নেগেটিভ ছিলো। ৫জনের করোনা পরীক্ষার রিপোর্ট এখনও হাতে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।