বরিশালে অভিযানে ৫ কেজি গাঁজা সহ আটক ২

বরিশালে অভিযানে ৫ কেজি গাঁজা সহ আটক ২

বরিশালে অভিযান চালিয়ে ৫ কেজি গাজাসহ দুইজনকে আটক করেছে কোতায়ালী থানা পুলিশ।

শুক্রবার ২২ এপ্রিল ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক টিম থানার ২১ নং ওয়ার্ডস্থ অক্সফোর্ড মিশন রোড সংলগ্ন চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় ৫ কেজি গাঁজা সহ চাঁদপুর জেলা কচুয়া,  থানাধীন পূর্ব ডুমুরিয়া বেপারিবাড়ির জাহানারা বেগম ও মৃত আব্দুল হালিমের ছেলে আলমগীর (২৫) এবং খুলনা দৌলতপুর রেলগেট সরোয়ারের বাড়ির পাালপাড়া মহেশ্বরপাশার কল্পনা শীল ও মৃত দুলাল শীলের ছেলে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হোয়াইট হাউসের ভাড়াটিয়া সুধীরচন্দ্র শীল ওরফে বিষু শীল (৩২)  দ্বয়কে আটক করেন।এসময় অপর ০২-০৩ জন অজ্ঞাতনামা সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।আটককৃত উভয়ই পেশাদার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।