সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি বাদল ও সম্পাদক রিপন

বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মাজহারুল ইসলাম বাদল সভাপতি এবং আহম্মেদ হাসান রিপন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৪ জানুয়ারি )শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে ৩টা থেকে ভোট গ্রহন শুরু হয়। ৭টা পর্যন্ত এক টানা ভোটের পর ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার মো. মাহামুদুল হাসান কামাল। তিনি জানান, ১১০ জন ভোটারের ভোটে ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক কাওসার মাহামুদ, সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন, কোষাধক্ষ্য মো. ফকরুল আলম, প্রচার সম্পাদক মো. রেজাউল মাতুব্বর এবং কার্যনির্বাহী মো. জালাল আহম্মেদ। এরা সবাই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। অন্য এক সদস্য হলেন কার্যনির্বাহী মো. হানিফ হাওলাদার। সভাপতি পদে মাজহারুল ইসলাম বাদল ৭৩ ভোট পেয়ে এবং সাধারন সম্পাদক পদে আহম্মেদ হাসান রিপন ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।