বরিশালে আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু

বরিশালে আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু


দীর্ঘ ২ মাসেরও বেশি সময় পর সারা দেশের সঙ্গে বরিশালেও নি¤œ আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল থেকে সুপ্রিম কোর্টের নির্দেশনায় আগের মতো স্বাভাবিক পরিবেশে নি¤œ আদালতের কার্যক্রম শুরু হয়। এতে সন্তোষ প্রকাশ করেন বিচারপ্রার্থী ও আইনজীবীরা। 

বিচারপ্রার্থীরা জানান, দীর্ঘদিন আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় মামলা জটের সৃষ্টি হয়েছিল। পিছিয়ে যাচ্ছিলো মামলার বিচার। সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনার ফলে মামলা জট নিরসন হবে। প্রত্যন্ত এলাকার মানুষ দুর্ভোগ থেকে রেহাই পাবে। 

সিনিয়র আইনজীবীরা বলেন, করোনার কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় ছোট ও মধ্যম পর্যায়ের আইনজীবীরা আর্থিক অনটনে ছিলো। এখন আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু হওয়ায় তারাও পরিবার-পরিজনের জীবিকার অবলম্বন পাবেন। 

বিচার ব্যবস্থা স্বাভাবিক রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আদালতের কার্যক্রমে অংশ নেয়ার অনুরোধ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।