কাল বরিশালে ৫০ ইউনিয়নে নির্বাচন কেন্দ্রে কেন্দ্র চলে গেছে সরঞ্জাম

কাল বরিশালে ৫০ ইউনিয়নে নির্বাচন কেন্দ্রে কেন্দ্র চলে গেছে সরঞ্জাম

 সোমবার বরিশাল জেলায় ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের সকল প্রস্তুতি প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন অফিস। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট ও ব্যালট বক্সসহ নির্বাচনী সরঞ্জামাদী। আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্ববধানে সরঞ্জামাদী নিয়ে স্ব স্ব কেন্দ্রে গেছেন প্রিজাইডিং কর্মকর্তারা। 


 রোববার দুপুর সাড়ে ১২টায বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচন সামগ্রী বুঝিয়ে দেয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় এই সামগ্রী সংশ্লিষ্ট ভোট কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়। এ সময় সুষ্ঠু ভোটের প্রত্যাশা করেন প্রিজাইডিং কর্মকর্তারা। 

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন গ্রহণ করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরিশাল জেলায় মোট ৫০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৪টি ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। এই ১৪টি ইউনিয়নে সদস্য পদে ভোট গ্রহণ করা হবে। বাকী ৩৬ ইউনিয়নে অনুষ্ঠিত হবে চেয়ারম্যান এবং সদস্য পদে ভোট গ্রহণ। জেলার ৯ উপজেলার ৫০ ইউনিয়নে ৪৭৪টি কেন্দ্রের ২ হাজার ৯৬৮টি কক্ষে মোট ভোটার ৯ লাখ ২০ হাজার ৪৬৩জন। এর মধ্যে ৪ লাখ ৬৮ হাজার ১৩৩জন পুরুষ এবং নারী ভোটার ৪ লাখ ৫২ হাজার ৩৩০জন। 

জেলার ৫০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১৬০জন। এর মধ্যে ১৪ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ১৫০টি সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থী ৫১৫ জন এবং ৫৪০টি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছে ১ হাজার ৬২৩জন প্রার্থী।

বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেছেন, বরিশাল বিভাগের ৬ জেলায় ১৬৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ১২ হাজার সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন তিনি। ভোটারদের নির্বিঘেœ কেন্দ্রে যাওয়ার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান।