বরিশালে উদীচীতে বাংলা বর্ষবরণের প্রস্তুতি চলছে

বরিশালে বাংলার নববর্ষকে বরণ করে নেবার জন্য মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার প্রস্তুতি চলছে। আবহমান বাংলার সংস্কৃতির বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয় এই আয়োজনের মধ্যে দিয়ে।
রোববার উদীচী ও বরিশাল নাটকের কার্যলয়ে সরেজমিনে দেখা যায়, বাঙালী ঐতিহ্যকে মানুষের সমানে ফুটিয়ে তোলার জন্য উদীচীর শিল্পী ও কর্মীবৃন্দরা টেপা পুতুল, ময়ূর, পাখা, বিভিন্ন আকৃতির মুখোশ, রাখীসহ বিভিন্ন উপকরণ তৈরিতে ব্যস্ত সময় পার করেছেন। অন্যদিকে বাংলা নববর্ষ বরণে প্রভাতী অনুষ্ঠানের জন্য আবৃত্তি, গান, নাচের মহড়া চলছে।
আবৃত্তি শিল্পী সায়ন্তনী রাখী বলেন, ‘আর কিছুদিন পরই আমাদের পহেলা বৈশাখ। উদীচী ও বরিশাল নাটক গত ৪০ বছর ধরে এই বৈশাখী মেলা ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে আসছে। সেই সাথে প্রভাতী অনুষ্ঠানও।আর আমরা যারা উদীচীর কর্মী আছি তারা প্রায় এক মাস আগে থেকে এই বর্ষবরণের প্রস্তুতি পর্ব শুরু করি। আমাদের মধ্যে একটা উৎসব উৎসব ভাবর আগে থেকেই চলে আসে। সেই উৎসব এর মধ্যে থেকেই আমরা এই কাজগুলো করে থাকি।’
উদীচী বরিশাল জেলা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান সাগর বলেন, ‘আমরা প্রতিবছরই প্রভাতী অনুষ্ঠানের মধ্য থেকে বাংলা নববর্ষকে বরণ করে থাকি। সেখানে প্রভাতী অনুষ্ঠান, রাখি বন্ধন, এরপরে বাঙালির মঙ্গল কামনার জন্য বিএম স্কুলের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এছাড়াও প্রতিবছরের মত তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। ঐতিহ্যবাহী বরিশালের এই সর্বজনীন বৈশাখী মেলায় হাজার-হাজার মানুষের উপস্থিতি হয়। তবে রমজান মাস চলার কারণে মেলার সময় সীমিত করা হয়েছে বলে জানা তিনি।
আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষকে বরণ করে নেবার জন্য ব্রজমোহন স্কুল প্রাঙ্গণ থেকে সকাল ৬ টায় প্রভাতী অনুষ্ঠান, গুণীজন সন্মাননা, ঢাক উৎসব, রাখী বন্ধন। এরপরে স্কুলের সামনে থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। পরে চিত্রাংকন প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এছাড়াও ১৫ ও ১৬ এপ্রিল সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রতিদিন চলবে এই বৈশাখী মেলা।
এছাড়াও চারুকলা বরিশালের আয়োজনে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি বলেন, ‘জঙ্গি হামলা বা এই ধরনের কোন অপৃপ্তিকর ঘটনা এড়ানোর জন্য আমাদের চেকপোস্ট চলতেছে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে । এছাড়াও ২। মোবাইল পেট্রোল পার্টি বাড়ানো হয়েছে। অর্থৎ গাড়ীতে চড়ে নির্দিষ্ট এলাকা পাহারা বসানো হয়েছেল।