বরিশালে উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের আয়োজনে নারী দিবস উৎযাপন

৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’উপলক্ষে বরিশাল উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের নানান আয়োজনে নারী দিবস পালিত হলো।
চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’এই স্লোগানে বরিশালের নারী উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের আজকের নারী দিবস উৎযাপন।
সোমবার ( ৮ মার্চ) বিকেল ৪টায় বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে উৎযাপিত হয় নারী দিবসের উক্ত অনুষ্ঠানটি।
‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে বরিশাল শহীদ মিনারের সামনে থেকে বঙ্গবন্ধু উদ্যানে বরিশালের নারী উদ্যোক্তাদের নিয়ে শোভাযাত্রা হয়,এছাড়াও বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার গল্প,আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটা ও মোমবাতি প্রজ্বলন হয়।
বরিশাল উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের নারী দিবসের এই আয়োজনে উপস্থিত ছিলেন বরিশাল নারী উদ্যোক্তা প্লাটফর্মের উপদেষ্টা অধ্যাপক শাহ সাজেদা, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বিসিক এর উপ পরিচালক জালিস মাহমুদ, জেলা ক্রীড়া কর্মকর্তা, সর্বজন প্রিয়মুখ জনাব লিকা ও বরিশাল উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সাধারন সম্পাদকসহ বরিশাল উদ্যোক্তা হাবের নারী ও পুরুষ সদস্যরা।
বরিশাল নারী উদ্যোক্তা প্লাটফর্মের উপদেষ্টা অধ্যাপক শাহ সাজেদা বলেন এটা উদ্যোক্তাদের নিয়ে খুবই ভালো আয়োজন। বরিশালে এই প্রথম বার আমি এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তিনি আরও বলেন, কিভাবে উদ্যোক্তারা আরও ভালো করবে। মার্কেট কিভাবে তৈরি করবে, নতুন নতুন পণ্য কিভাবে বাজারে আনবে। এমন আয়োজন উদ্যোক্তাদের জন্য সাহস যোগায় এবং আরও বেশি অনুপ্রাণিত করে।
আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল বলেন,উদ্যোক্তাদের নিয়ে এমন আয়োজনে বার বার থাকতে চাই। অনেক ভালো লাগছে নারী দিবসে এমন আয়োজনে থাকতে পেরে। সব উদ্যোক্তারা এমন ভাবেই একত্রে থাকুক এমনটাই বললেন রহিমা সুলতানা কাজল।
অনুষ্ঠান শেষে সকল নারী উদ্যোক্তাদের সাথে কেক কেটে সকল উদ্যোক্তাদের হতে মোম জ্বালিয়ে দিয়ে, শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বরিশাল নারী উদ্যোক্তা প্লাটফর্মের উপদেষ্টা অধ্যাপক শাহ সাজেদা।