বরিশালে করোনা ওয়ার্ডে এক সঙ্গে ২ রোগীর মৃত্যু

বরিশালে করোনা ওয়ার্ডে এক সঙ্গে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একই সঙ্গে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় ওই দুই ব্যক্তি করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত সাড়ে ১১টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল সদর উপচেলার মো. রাজ্জাক (৬৫) মারা যান। তাঁকে সোমবার সন্ধ্যা ৬টায় হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে একই সময় আবুল কায়সার (৭২) নামে আরো এক রোগী করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁর নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, সোমবার রাত সাড়ে ১১টার সময় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুইজন রোগীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এই নিয়ে হাসপাতলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১১৭ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়েছে ৪৫জন।