বরিশালে করোনা প্রতিরোধে বিনামূল্যে মাস্ক বিতরণ

বরিশালে করোনা প্রতিরোধে পথচারীসহ দিনমজুরদের বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে শিক্ষার্থী। বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ও সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থীরা ব্যতিক্রমী ওই উদ্যোগ গ্রহণ করেন।
বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে দুই কলেজের শিক্ষার্থীরা কয়েকশ’ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
এ সময় শিক্ষার্থীরা করোনা প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন থাকা, খাবার আগে হাত ধোয়া, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাসহ জনগণকে সতর্ক হওয়ার আহ্বান জানান।