ঢাকায় বিএনপির গণসমাবেশ সফল করার জন্য ছাত্রদলের মিছিল

আগামী ১০ই ডিসেম্বর ঢাকায় দেশব্যাপি অবৈধ সরকারের গুম,বিএনপি নেতা কর্মীদের হত্যা সহ দেশব্যাপি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণসমাবেশ সফল করার জন্য বরিশাল জেলা ছাত্রদল নগরীতে শো-ডাউন মিছিল করেছে।
সোমবার (৫) নভেম্বর বিকালে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন ক্রাসে ভর দিয়ে শো-ডাউন মিছিলের নেতৃত্ব দেন।
এসময় মিছিলে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক আল-আমিন,রাহাত তালুকদার,যুবায়ের,অন্যন্যা, স্বর্না,শাওন,হাসিব সিকদার,তানজিল প্রমুখ।
এর পূর্বে নগরীর কালিবাড়ি সড়ক মুখ থেকে ঢাকার সমাবেশ সফল করার জন্য বিভিন্ন লেখা প্লেকার্ড নিয়ে মিছিল বেড় করে।মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদররোড বিএনপি দলীয় কার্যলয় এসে শেষ করে।