বরিশালে কিস্তির টাকা মওকুফের দাবিতে মানববন্ধন

বরিশালে কিস্তির টাকা মওকুফের দাবিতে মানববন্ধন

প্রাণঘাতী কোভিড-১৯ করোনাকালীন সময়ে বরিশাল নগরের ইজিবাইকের টোকেনভাড়া ও ঋণের কিস্তি মওকুফ করার দাবিতে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে লকডাউনের আগে সাধারণ মানুষ এবং শ্রমিকদের খাদ্য ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে বরিশাল নগরের খানাখন্দে ভড়া সড়ক সংস্কার করাসহ এ্যাম্বুলেন্স, নমুনা সংগ্রহের বুথ কক্ষ নিশ্চিত করারও দবি তোলা হয় মানববন্ধন থেকে।

আজ ১৮ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরের অশি^নী কুমার হল চত্বরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল ইজিবাইক চালক সংগ্রাম কমিটির ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নগর ইজিবাইক চালক সংগ্রাম কমিটির সহ-সভাপতি জসিম হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখা সভাপতি শহিদুল হক, শ্রমিক ফ্রন্ট সংগঠক শহিদুল ইসলাম, নুরে আলম প্রমুখ।

মানববন্ধনে বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন, পুনরায় বরিশাল শহর যদি লকডাউন করতে হয় তাহলে সাধারণ মানুষ ও শ্রমিক শ্রেণির জন্য বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দেয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অফিসে বসে বড় বড় কথা বলে লকডাউন করা হলে তা বাস্তবায়ন হবে না।
মনিষা বলেন, বরিশাল সিটি কর্পোরেশন থেকে ২ বছর আগে ইজিবাইকের টোকেন চার্জ নেয়া বন্ধ করা হলেও এখন পর্যন্ত এক শ্রেণির প্রভাবশালী টোকেন ব্যবসায়ীরা শ্রমিকদের কাছ থেকে ৪ থেকে ৫ হাজার টাকা আদায় করে নিচ্ছে। এছাড়া এই মহামারী করোনার সময়ে এনজিওগুলো অমানবিকভাবে তাদের কিস্তি আদালে নেমেছেন। মানবিক চিন্তা থেকে সরে এসে তারা এখনো জোড় করে ঋণের কিস্তি টাকা আদায় করছেন। অবিলম্বে করোনা সময়ের কথা বিবেচনায় নিয়ে ঋণের কিস্তি নেওয়া বন্ধ করতে হবে। একই সঙ্গে নগরের মধ্যে থাকা সড়কগুলো খানাখন্দ দ্রুত সংস্কার করার জন্য সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানানো হয়।