বরিশালে কৃষক দলের সকল উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা

বরিশালের বানারীপাড়া উপজেলা শাখা ব্যতিত জেলার সব উপজেলা ও পৌরসভা শাখা কৃষক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় বরিশাল জেলা কৃষক দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় বানারীপাড়া উপজেলা শাখা ব্যতিত জেলার সব উপজেলা ও পৌরসভা শাখা কৃষক দলের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়।
সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক মো. মোহসীন আলম ও সদস্য সচিব মো. শফিউল আলম সফরুল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক মো. মোহসীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব মো. শফিউল আলম সফরুল, যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেনমো. জিয়াউল হাসান শামীম, মো. আলামিন, সদস্য মোশারফ হোসেন, সেলিম মাঝি, মাহবুব মাঝি ও মো. শাহআলম হাওলাদার প্রমুখ।
সভায় বানারীপাড়া উপজেলা কৃষক দলের কমিটি ব্যতিত জেলার অন্যান্য সকল উপজেলা ও পৌরসভা কৃষক দলের কমিটি মেয়াদোত্তীর্ণ এবং রাজনৈতিক কর্মকান্ডে নিস্ক্রিয় হওয়ায় সংগঠনকে গতিশীল করতে ওই সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।