বরিশালে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বরিশাল জেলা (উত্তর) কৃষক দল। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নলি মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এইচ এম মীর মহসিন আলম।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব সফিউল আলম সফরুল এবং জেলা (দক্ষিণ) বিএনপির দপ্তর সম্পাদক মন্টু খান।
এছাড়া উত্তর জেলা কৃষকদল সদস্য সচিব মো. সেলিম হোসেন, যুগ্ম আহ্বায়ক আল আমিন, সদস্য আল-আমিন রাড়ি, রেজাউল করিম ও আবুল কালামসহ অন্যান্যরা সভায় বক্তব্য রাখেন। এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা।