বরিশালে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাইফ মাহমুদ জুয়েল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা বানোয়াট মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল জেলা ছাত্রদল।
মঙ্গলবার (২৬) জুলাই বিকালে নগরীর প্রান কেন্দ্র সদররোড সহ বিভিন্নস্থানে জেলা ছাত্রদল সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে ঝটিকা মিছিল করে।
পরে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে মিছিল নিয়ে এসে শেষ করে এক প্রতিবাদ সভা করে। সহ-সভাপতি সবুজ আকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য সহ-সভাপতি লেলিন খান মোর্সেদ,যুগ্ম সাধারন সম্পাদক তানজিম রাব্বি,যুগ্ম সাধারন সম্পাদক দ্বীপ,যুগ্ম সম্পাদক মোঃ আবু বক্কর,সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি, হিজলা সরকারী কলেজের আহবায়ক গাজী সাইফুল প্রমুখ।
এসময় বক্তরা বলেন অভিলম্বে কেন্দ্রীয় ছাত্রদল সংসদের নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবী জানান।