করোনা: বরিশালে ২১ জন হোম কোয়ারেন্টাইনে

করোনা: বরিশালে ২১ জন হোম কোয়ারেন্টাইনে

বরিশাল বিভাগে বিদেশ ফেরত একজনসহ মোট ২১ জনকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার বরিশাল বিভাগে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে আরও চারজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে তিনজন বরিশালের বিভিন্ন উপজেলার ও একজন ইটালি ফেরত। তার বাড়ি ভোলা সদর উপজেলায়। এ নিয়ে গত তিনদিনে বরিশাল বিভাগে মোট ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব মণ্ডল বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত বরিশাল বিভাগের চার জেলার (বরিশাল, ঝালকাঠি, ভোলা ও পটুয়াখালী) মোট ২১ জনকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে বরিশাল জেলার ১০ জন, পটুয়াখালীর পাঁচজন ও ঝালকাঠীর পাঁচজন এবং ভোলার একজন।

হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত কারও শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি বলেও জানান বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব।