রেডিও এ্যানাউন্সার ক্লাব বরিশালের দ্বি-বার্ষিক সম্মেলন

রেডিও এ্যানাউন্সার ক্লাব বরিশালের দ্বি-বার্ষিক সম্মেলন

রেডিও এ্যানাউন্সার ক্লাব ( র‌্যাংক) বরিশাল এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
৭ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় নগরীর রায় রোড খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে নির্বাচন কমিশন গায়ত্রী সমদ্দার, শাহনুর খানম বেবী ও শিউলী কর্মকারের উপস্থিতিতে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন সুজয় সেনগুপ্ত এবং সাধারন সম্পাদক সজল মাহামুদ।

সম্মেলনের আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজ শাহিন। বক্তব্য রাখেন সুজয় সেনগুপ্ত, ঝুমু কর্মকার, ফারহানা ইসলাম লিনা, আব্দুল্লাহ আল জাবের, নেজারুল ইসলাম বাবু, লিটু দত্ত, তরুন দাসমুন্সি, সজল মাহামুদ ও মো: জিয়াউর রহমান। 

কমিটির অনান্য সদস্যরা হলেন আজিজ শাহীন, মো: নান্নু মোল্লা, নেজারুল ইসলাম বাবু, তরুন দাসমুন্সি, মন্জুর রাশেদ, শিরিন জাহান ও মো: রিয়াজ রহমান।  ওই কমিটি ২৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক মেয়াদী কমিটি গঠন করে নির্বাচন কমিশনের হাতে অর্পন করেন।