বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন পরীক্ষার নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীন ¯œাতক সম্মান (অনার্স) চতুর্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা এবং মাস্টার্সের লিখিত পরীক্ষাসহ সকল বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে।
সড়ক অবরোধকালে তারা প্রশ্ন তোলেন হাটবাজার, সিনেমা হল, অফিস আদালত সব চলছে। অথচ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ৭ কলেজের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। কিন্তু জাতীয় বিশ^বিদ্যালয়য়ের অন্তর্ভুক্ত কলেজগুলোর পরীক্ষার সূচি ঘোষণা করা হয়নি। এতে তারা শিক্ষা জীবন থেকে পিছিয়ে পড়ছেন। ¯œাতক সম্মান (অনার্স) এবং মাস্টার্স পরীক্ষা শেষ না হওয়ায় তারা বিসিএসসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকুরীর আবেদন করতে পারছেন না। এতে তাদের জীবনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি করেছে।
এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকলেও অবরোধকারী শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে পারেননি।
দুপুর সাড়ে ১২ দিকে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া আন্দোলনরত শিক্ষার্থীদের নানা আশ^াস দিলেও পরীক্ষার সময়সূচি ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মো. রাসেল জানান, শিক্ষার্থীদের আন্দোলন এবং সড়ক অবরোধের বিষয়টি কলেজ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিক্ষার্থীরা যাতে বিচ্ছৃংখলা করতে না পারে এবং জনদুর্ভোগ যাতে কম হয় সে লক্ষ্যে সতর্ক রয়েছেন তারা।