চট্টগ্রামে নাসির আউট, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম

চট্টগ্রামে নাসির আউট, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন মহানগনর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম। অন্যদিকে বর্তমান মেয়র আ জ ম নাসির মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টায় গণভবনে এ বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় দেশের পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থীকে মনোনীত করে আওয়ামী লীগ। আসনগুলো হলো- ঢাকা-১০, বগুড়া-১, গাইবান্ধা-৩, যশোর-৬ ও বাগেরহাট-৪।

এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে এই বৈঠকে।