বরিশালে জেল হত্যা দিবস পালিত

বরিশালে জেল হত্যা দিবস পালিত

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন এবং সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যদিয়ে বরিশালে জেল হত্যা দিবস পালিত হয়েছে। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়রসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রথমে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, পরে মাহানগর এবং জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের শ্রদ্ধা জানান।

পরে দলীয় কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। এছাড়াও অন্যান্যরা বক্তব্য রাখেন।