বরিশালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে ১৫ জনের জরিমানা

বরিশালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে ১৫ জনের জরিমানা

করোনা মাহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে বরিশালে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমান আদালত মাস্কবিহীন ১৫ ব্যক্তিকে আর্থিক জরিমানা করেছে। একই সঙ্গে জনসচেতনতায় মাস্ক বিতরণও করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমান আদালত জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত বুধবার সকাল থেকে নগরীর হাসপাতাল রোড, নতুন বাজার, মরকখোলা পোল এবং নথুল্লাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্ক না পড়ার অপরাধে ভ্রাম্যমান আদালত ৯জনকে ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জনসাধারণকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

অপরদিকে জেলা প্রশাসনের অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমানের ভ্রাম্যমান আদালত নগরীর রূপাতলী, বাংলাবাজার ও সাগরদী এলাকায় অভিযান চালিয়ে মাস্ক বিহীন ৬জনকে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। এ সময় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমান আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম।