বরিশালে ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

বরিশালে ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

বরিশালে একটি বেসরকারি হাসপাতালে ডাক্তারের অবহেলায় চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। এ ঘটনায় অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করেছেন মৃত রোগীর স্বজনরা। তবে এই মৃত্যুর জন্য হাসাপাতাল কর্তৃপক্ষ দায়ী নয় বলে দাবি সংশ্লিষ্টদের। অপরদিকে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। 

 সোমবার দুপুরে নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের রয়েল সিটি হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত রোগীর নাম সোনিয়া আক্তার। তিনি ১মাস ১০ দিন আগে রয়েল সিটি হাসপাতালে সন্তান প্রসব করেন। বেশ কিছুদিন পর সোনিয়া পেটে ব্যথা অনুভব করলে গাইনী ডাক্তার তানিয়া আফরোজের সাথে টেলিফোনে যোগাযোগ করেন। তার পরামর্শ অনুযায়ী গত ২৩ এপ্রিল রয়েল সিটি হাসপাতালে পুণরায় ভর্তি হন। 
গতকাল সোমবার ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে সোনিয়ার পেটে অস্ত্রপচার করেন ডা. তানিয়া ও তার স্বামী সার্জারী ডাক্তার মো. মনিরুল আহসান। এর কিছুুক্ষণ পর সে মারা যায়।

মৃতের স্বজনদের দাবি রক্তের ব্যবস্থা না করে অস্ত্রপচার করায় এবং ভুল চিকিৎসায় সোনিয়ার মৃত্যু হয়েছে। রোগীর মৃত্যুর পরও পরীক্ষা-নিরীক্ষার নামে চিকিৎসকরা সময় ক্ষেপন করেন। পরে তারা মৃত রোগীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে প্রেরণ করেন। এ অবস্থায় রোগীর স্বজনরা ৯৯৯ এ ফোন করে অভিযোগ জানালে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন স্বজনরা।

এদিকে রোগীর মৃত্যুর পর ডা. তানিয়া ও ডা. মনিরুল আহসান হাসপাতাল থেকে তরিঘরি করে যাওয়ায় এবং পরবর্তীতে তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য জানা যায়নি। 

তবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা দাবি করেন, এই মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়। রোগী ডাক্তারের সাথে যোগাযোগ করে এই হাসপাতালে ভর্তি হয়েছিলো। ডাক্তররা প্রয়োজনীয় চিকিৎসাই দিয়েছিলেন।