বরিশালে ঢাকা থেকে আসা ট্রলার চালককে জরিমানা
লকডাউন অমান্য করে ঢাকা থেকে ৩২জন যাত্রী নিয়ে বরিশালের মুলাদীতে আসা দুই ট্রলার চালককে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের প্রত্যেককেই ১৫ দিন করে কারাদন্ডের নির্দেশ দিয়েছেন মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাসের ভ্রাম্যমান আদালত।
ট্রলারে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গত বুধবার রাতে এই রায় ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার জরিমানার অর্থ পরিশোধ করে তাদের মুক্ত করে নেয় তাদের স্বজনরা।
মুলাদী উপজেলার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি বলেন, লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে ৩২ জন যাত্রী নিয়ে বুধবার বিকেলে মুলাদী উপজেলার সফিপুর খেয়াঘাটে দুইটি ট্রলার আসে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘাটে ওই ট্রলার আটক করা হয়। এরপর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। রাতে ভ্রাম্যমাণ আদালত দুই ট্ররার চালককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিন করে কারাদন্ডের আদেশ দেন। গতকাল সকালে জরিমানার অর্থ জমা দেয়ার পর মুচলেকায় তাদের ছেড়ে দেয়া হয়। একই সঙ্গে ঢাকা থেকে আগতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাটানো হয় বলে নিশ্চিত করেছেন সফিপুর ইউপি চেয়ারম্যান হিমু মুন্সি।