বরিশালে ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে আবৃত্তি প্রতিযোগিতা

শীর্ষ সংবাদ মাধ্যম ঢাকা পোস্টের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল চারটায় নগরীর ইউরো কনভেনশন হলে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কবি হেনরী স্বপন ও বাচিকশিল্পী মারিফ আহম্মেদ বাপ্পী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
ঢাকা পোস্ট বরিশালের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানে তিন গ্রুপে ৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এরমধ্যে ক গ্রুপে প্রথম স্থান অধিকার করেন জগদীশ স্বারস্বত গার্লস স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী অধরা বনিক জয়ী। খ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন সরকারি ব্রজমোহন কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী বিদূষী মল্লিক এবং গ গ্রুপে প্রথম হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কে.এম রহমাতুল্লাহ রাহাত।
প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিরা হলেন উল্লাস মালী, মাহফুজ নুসরাত মোনা, উম্মে হাবিবা, প্রজ্ঞাজ্যোতি বিশ্বাস, কিশোর চন্দ্র বালা ও সাইফুল ইসলাম হৃদয়। বিজয়ীদের বুধবার (১৬ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকীর শেষ দিনের অনুষ্ঠানে পুরস্কার তুলে দিবেন অতিথিবৃন্দ।