বরিশালে নগরীতে ইয়াবাসহ দুই জন আটক

বরিশালে নগরীতে ইয়াবাসহ দুই জন আটক

বরিশাল নগরীর ৬ নম্বর ওয়ার্ডের আমানতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১শ’৭৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল তাদের আটক করে। এরা হলো উজিরপুরের হারতা এলাকার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে মো. লিটন হাওলাদার ওরফে কাঠ লিটন (৪২) এবং একই এলাকার লিটন হাওলাদারের ছেলে মো. শুভ হাওলাদার (১৬)। তারা উভয়ে নগরীর ৬ নম্বর ওয়ার্ডের আমানগগঞ্জ  মোকছেদ ফকির গলির জনৈক ইমরান খানের লীলা মঞ্জিলের ভাড়াটিয়া। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে নগর গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল আমানগঞ্জ মোকছেদ ফকির গলির ওই বাসায় অভিযান চালিয়ে ওই ২ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১শ’ ৭৫ পিস ইয়াবা উদ্ধার করেন তারা। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।