বরিশালে নারীর প্রতি সহিংসতা বন্ধে মিডিয়া সংলাপ

'নারীর চলার পথ নিরাপদ করতে আমি সচেষ্ট, আপনি?' এ স্লোগান নিয়ে বরিশালে নারীর প্রতি সহিংসতা রোধে মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ মার্চ) বেলা ১১ টায় ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর আয়োজনে নগরীর শিক্ষক-সমিতি ভবনে এ কর্মসূচী পালিত হয়।
'ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস' এর নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমানের সঞ্চালনায় এবং প্রতীকি যুব সংসদের সভাপতি ফিরোজ মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা, মাই টিভি বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল, যুগান্তরের ব্যূরো রিপোর্টার অনিকেত মাসুদ, আজকের পরিবর্তনের স্টাফ রিপোর্টার হেলাল উদ্দিন, হ্যালো বরিশালের বার্তা সম্পাদক জিয়াউল করিম মিনার প্রমুখ।
সংলাপে বক্তারা বলেন, 'জন্মস্থানসহ অন্যান্য জায়গায় নারী ও কন্যাশিশুদের ওপর যৌন হয়রানি ও নানাবিধ যৌন সহিংসতা দিন দিন বাড়ছে। করোনা মহামারীর সময় নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন। তাই নারীদের নিরাপত্তার জন্য আরাে বেশি গুরুত্ব দিতে হবে। নারীর প্রতি সহিংসতা ও হয়রানি রােধে জনসচেতনতার কোন বিকল্প নেই।'